আমরা ইতিমধ্যে জানি যে, কিভাবে আমাদের মেশিনে Django ইন্সটল করতে হয়। Django সফল ভাবে ইন্সটল করার পরে আমাদের প্রোজেক্ট ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে।
আমাদের প্রোজেক্ট ফোল্ডারের মধ্যে একটি ফোল্ডার দেখতে পারব, এই ফোল্ডারটির নাম এবং আমাদের প্রোজেক্টের নাম একই হবে।
মূলত এই ফোল্ডারটির মধ্যে রাখা ফাইলগুলো হচ্ছে একটি Django প্রোজেক্টের Core ফাইল।
project_name/
manage.py
project_name/
__init__.py
settings.py
urls.py
wsgi.py
এখন বিভিন্ন ফাইলগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচন করব।
1. manage.py :
2. project_name/
3. __init__.py
4. settings.py
5. urls.py
6. wsgi.py