Install Django on Windows.

django ইন্সটল করার পূর্বে আমাদের কে পাইথন ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
এই লিঙ্ক থেকে পাইথন ডাউনলোড করে নিতে পারব Download python.
ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিতে হবে।

দ্বিতীয় ধাপে, virtualenvwrapper ইন্সটল করতে হবে।
virtualenvwrapper দিয়ে আমাদের প্রোজেক্টের জন্য virtual environment তৈরি করতে হবে, তাই virtualenvwrapper ইন্সটল করতে হলে পাইথন পাইপ (PIP) এর মধ্যমে করতে হবে। নিচের এই কমান্ডের মাধ্যমে আমরা virtualenvwrapper ইন্সটল করে নিতে পারব।

pip install virtualenvwrapper-win

তৃতীয় ধাপে, virtualenvwrapper ইন্সটল শেষ হলে এখন আমাদের Django প্রোজেক্টের জন্য virtual environment তৈরি করতে হবে। নিচের কমান্ডের মাধ্যমে একটি virtual environment তৈরি করে নিতে পারি।

mkvirtualenv mywebsite

আমাদের তৈরি করা virtual environment, mywebsite অ্যাক্টিভ করতে হলে নিচের কমান্ডটি লিখতে হবেঃ

workon mywebsite

virtualenvwrapper, এবং virtual environment ইন্সটল হবার পরে এখন Django ইন্সটল করতে পারব ।
পাইথন PIP এর মাধ্যমে Django ইন্সটল করে নিতে হবেঃ

pip install django

Django ইন্সটল শেষে django-admin startproject projectname কমান্ড ব্যবহার করে একটি নতুন Django প্রোজেক্ট তৈরি করে নিতে হবেঃ

$ mkdir djangoprojects
$ cd djangoprojects
$ django-admin startproject testdjango
$ cd testdjango

আমরা এখানে testdjango নামে একটি নতুন Django প্রোজেক্ট তৈরি করেছি।
Django সার্ভার রান করার জন্য নিচের কমান্ডটি লিখতে হবেঃ

python manage.py runserver

এখন যদি ব্রাউজারে গিয়ে http://127.0.0.1:8000/ লিখে Enter দেই তাহলে দেখব যে আমাদের Django প্রজেক্টটি রান হয়েছে।
আমরা চাইলে Django সার্ভারের পোর্ট নাম্বারটি চেঞ্জ করতে পারি, সার্ভারের পোর্ট নাম্বার চেঞ্জ করতে হলে নিচের কমান্ডটি লিখতে হবেঃ

python manage.py runserver 7000

এখন যদি ব্রাউজারে গিয়ে http://127.0.0.1:7000/ লিখে Enter দেই তাহলে দেখব যে আমাদের Django প্রজেক্টটি 7000 পোর্ট নাম্বারে লোড হয়েছে।

Leave a comment