এই আর্টিকেলে দেখব কিভাবে আমরা আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমে NPM ভার্সন আপগ্রেড করব।
বর্তমান ভার্সন কত তা জানার জন্যে আমাদেরকে টামিনালে গিয়ে নিচের কমান্ডটি লিখতে হবে
$ npm -v
3.5.2
$ command -v npm
/usr/bin/npm
দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন হচ্ছে 3.5.2
এখন আমরা আমাদের NPM ভার্সনকে আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে নিচের কমান্ড গুলো লিখতে হবে।
$ sudo npm install -g npm
(...npm installation of npm was successful...so far, so good)
$ npm -v
3.5.2
$ /usr/local/bin/npm -v
6.11.1
দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন ইতিমধ্যে উপডেট হয়ে গেছে । কিন্তু এখন ও NPM পূর্বের ভার্সন দেখাচ্ছে। এর কারণ আমাদের Bash cache এর জন্যে । Bash cache ক্লিয়ার করার জন্য নিচের কমান্ডটি লিখতে হবে।
$ hash -d npm
$ npm -v
6.4.1
$ command -v npm
/usr/local/bin/npm
দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন আপডেট হয়ে গেছে।