কীভাবে উবুন্টু অপারেটিং সিস্টেমে NPM ভার্সন আপগ্রেড করব?

এই আর্টিকেলে দেখব কিভাবে আমরা আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমে NPM ভার্সন আপগ্রেড করব।
বর্তমান ভার্সন কত তা জানার জন্যে আমাদেরকে টামিনালে গিয়ে নিচের কমান্ডটি লিখতে হবে

$ npm -v
3.5.2
$ command -v npm
/usr/bin/npm

দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন হচ্ছে 3.5.2
এখন আমরা আমাদের NPM ভার্সনকে আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে নিচের কমান্ড গুলো লিখতে হবে।

$ sudo npm install -g npm
(...npm installation of npm was successful...so far, so good)
$ npm -v
3.5.2
$ /usr/local/bin/npm -v
6.11.1

দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন ইতিমধ্যে উপডেট হয়ে গেছে । কিন্তু এখন ও NPM পূর্বের ভার্সন দেখাচ্ছে। এর কারণ আমাদের Bash cache এর জন্যে । Bash cache ক্লিয়ার করার জন্য নিচের কমান্ডটি লিখতে হবে।

$ hash -d npm
$ npm -v
6.4.1
$ command -v npm
/usr/local/bin/npm

দেখতে পাচ্ছি যে আমাদের NPM ভার্সন আপডেট হয়ে গেছে।

Leave a comment