JavaScript : জাভাক্রিপ্টের ফাংশন প্রকাশের বিভিন্ন ধরন।

আমরা বিভিন্ন ভাবে জাভাক্রিপ্টের ফাংশন ডিফাইন করতে পারি। আজকে জাভাক্রিপ্টের ফাংশন ডিফাইন করার কিছু টেকনিক দেখব। কিছু অতিপরিচিত ফাংশন ডিফাইন টেকনিক হচ্ছেঃ


১. ফাংশন ডিক্লারেশন।
২. ফাংশন এক্সপ্রেশন।
৩. অ্যারো ফাংশন এক্সপ্রেশন।
৪. Concise অ্যারো ফাংশন এক্সপ্রেশন।

১. ফাংশন ডিক্লারেশন:

function get_cube(m){
  return m*m*m;
}

২. ফাংশন এক্সপ্রেশন

const cube = function(m){
   return m*m*m;
}

৩. অ্যারো ফাংশন এক্সপ্রেশনঃ

const cube = (m) => {
    return m*m*m;
}

console.log(cube(5))  // output: 125

৪. Concise অ্যারো ফাংশন এক্সপ্রেশনঃ

const cube = (m) => m*m*m;

console.log(cube(5))  // output: 125

Leave a comment