Javascript in one minute এর এই পর্বে আজ দেখবো Increment/Decrement এর প্রিফিক্স/পোস্টফিক্স। প্রিফিক্স ট্রার্মটি শুনেই বোঝা যাচ্ছে কোন কিছুর আগে, আর পোস্টফিক্স হচ্ছে কোন কিছুর পরে।
প্রায় সব গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Increment/Decrement এর ক্ষেত্রে এই প্রিফিক্স/পোস্টফিক্স ব্যবহার করে থাকে।
Increment/Decrement এর ক্ষেত্রে প্রিফিক্স হচ্ছে, ভ্যারিয়েবলের increment/decrement হওয়ার পরের ভ্যালু।
আবার Increment/Decrement এর ক্ষেত্রে পোস্টফিক্স হচ্ছে, ভ্যারিয়েবলের increment/decrement হওয়ার পূর্বের ভ্যালু। ।
নিচের কোডটি দেখলে বিষয়টির সম্পর্কে আরো পরিস্কার ধারনা পাওয়া যাবে আশা করিঃ
let x = 5;
console.log(`postfix ${x++}`); // output: postfix 5
console.log(`prefix ${++x}`); // output: prefix 7
এই আর্টিকেলে ব্যবহার করা কোড গুলো একসাথে দেখতে চাইলে নিচের দেয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন।
এই আর্টিকেলের সকল কোড দেখা যাবে এই লিংকে।
আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী আমরা জাভাস্ক্রিপ্টের আরো কিছু শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ JS in One Minute । সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।